সিলেটের প্রাচীন ইতিহাস হাজার বছরের পুরনো। তবে বর্তমানের সিলেট অতীতে এমন সম্প্রসারিত ও বিকাশমান ছিল না। আজ থেকে সাত শ' বছর আগে হযরত শাহজালাল বন-জঙ্গল ও পাহাড়ে আচ্ছাদিত ছিল গোটা অঞ্চল। এখন যেসব স্থানে একের পর এক রাহ. যখন তৎকালীন শ্রীহট্টে পা রাখেন, তখন সিলেট ছিলো খুব ছোট একটি জনপদ। দালানকোঠা ও অট্টালিকা গড়ে উঠছে, সেখানে জনবসতির চিহ্ন পর্যন্ত ছিল না। কেন্দ্র করে বিস্তৃত ছিল। আজকের ঐতিহ্যবাহী ও জনবহুল মদিনা মার্কেটে তখন যে আজ থেকে চার দশক আগেও সিলেট শহর বলতে গেলে খালিঘাট ও বন্দরবাজারকে দিকে চোখ গেছে, শুধু খালি জমি আর পাহাড়, টিলায় সজ্জিত ছিল।
ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সিলেটের ঐতিহ্যবাহী এলাকা মদিনা মার্কেটের ব্যবসায়ীদের প্রিয় সংগঠন “বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি'র আলাদা সুনাম ও ঐতিহ্য রয়েছে । প্রায় দুই যুগ থেকে সমিতি অত্যন্ত আস্থা, সুনাম ও বিশ্বস্ততার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছে । “বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি'র ২০২২-২০২৪ সেশনের জন্য সম্মানিত ভোটার ও ব্যবসায়ীগণ আমাদের নির্বাচিত করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্বপালনের দিনগুলো আমরা চেষ্টা করব বাজারে সর্বস্তরের ক্রেতা-বিক্রেতার অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতন থাকতে । সততা ও বিশ্বস্ততা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ঐতিহ্যবাহী “বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি’কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব- ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার সহায় হোন ।
আমরা বাজারের পরিবেষ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচন্নতা কর্মী নিয়োগ করি
মাসিক চাদা উত্তলনের মাধ্যমে বাজারের সকল প্রকার উন্নয়ন মুলক কাজে ভূমিকা রাখা হয়
আমরা সকল ব্যবসায়ীদের ব্যবসার সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করি ।