আগামী কাল বাদ মাগরীব আমাদের ওয়েব সাইটের প্রেজেন্টেশন পোগ্রাম তাই সবাইকে উক্ত প্রেজেন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য অণোরোধ করা হলো।

আমাদের সম্পর্কে

 

মদিনা মার্কেট বাজার প্রতিষ্ঠার ইতিহাস

সিলেটের প্রাচীন ইতিহাস হাজার বছরের পুরনো। তবে বর্তমানের সিলেট অতীতে এমন সম্প্রসারিত ও বিকাশমান ছিল না। আজ থেকে সাত শ' বছর আগে হযরত শাহজালাল বন-জঙ্গল ও পাহাড়ে আচ্ছাদিত ছিল গোটা অঞ্চল। এখন যেসব স্থানে একের পর এক রাহ. যখন তৎকালীন শ্রীহট্টে পা রাখেন, তখন সিলেট ছিলো খুব ছোট একটি জনপদ। দালানকোঠা ও অট্টালিকা গড়ে উঠছে, সেখানে জনবসতির চিহ্ন পর্যন্ত ছিল না।

কেন্দ্র করে বিস্তৃত ছিল। আজকের ঐতিহ্যবাহী ও জনবহুল মদিনা মার্কেটে তখন যে আজ থেকে চার দশক আগেও সিলেট শহর বলতে গেলে খালিঘাট ও বন্দরবাজারকে দিকে চোখ গেছে, শুধু খালি জমি আর পাহাড়, টিলায় সজ্জিত ছিল।

মদিনা মার্কেটে বাজার প্রতিষ্ঠার লিখিত কোনো তথ্য আমরা পাইনি। তবে এলাকার প্রবীন মুরব্বিদের কাছ থেকে জানা গেছে, 'আল মদিনা জামে মসজিদ'কে কেন্দ্র করেই এখানে বাজার গড়ে উঠেছে। ১৯৮২ সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি ছিলেন জনাব আব্দুর রাজ্জাক খান সাহেব। মসজিদের ব্যয় নির্বাহের চিন্তা থেকেই মসজিদের পূর্বপাশে ১৩ টি দোকান কোটা নির্মাণ করা হয়। এই দোকান কোঠাগুলোই বাজারের ভিত্তি রচনা করে। সেখান থেকেই আজকের বৃহত্তর মদিনা মার্কেট গড়ে উঠেছে। এছাড়াও মদিনা মার্কেট পয়েন্ট সংলগ্ন দত্ত ম্যানশনের স্বত্বাধিকারী স্বর্গীয় শ্রী বাবু জ্যোতির্ময় দত্ত ‘ইউনিক হোমিও হল' নামে ওইসময়ে একটি প্রতিষ্ঠান চালু করে স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

বর্তমানে মদিনা মার্কেটে প্রায় ছয় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যাংক বীমাসহ বহুমাত্রিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। বিশেষ করে মদিনা মার্কেট সংলগ্ন এলাকায় দেশের উচ্চশিক্ষার খ্যাতিমান প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, আন্তর্জাতিক মানের ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুলসহ অগণিত স্কুল, মসজিদ, মাদরাসার ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগম ও বিচরণ থাকায় মদিনা মার্কেট অভিজাত এলাকায় রুপান্তরিত হয়েছে।

তবে এতসবরে পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে জনাব আব্দুল খালিক সাহেবের। তাঁর একান্ত প্রচেষ্টায় মাছ বাজার, কাচা বাজার ইত্যাদি শুরু হয়। এবং মসজিদের নামানুসারেই 'মদিনা মার্কেট' নামে বাজারটি প্রসিদ্ধি লাভ করে আজকের বৃহত্তর মদিনা মার্কেটে রূপান্তর ঘটেছে।

বাজারের পরিধি বাড়ায় ও ব্যবসায়ীদের মধ্যে একতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ ও তাদের সন্নিলিত সুযোগ সুবিধা নিশ্চিত করতেই ১৯৯৮ ইংরেজিতে ‘বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি' নামে একটি ব্যবসায়ী সমিতি গঠন করা হয়। এটিই বাজারের ব্যবসায়ীদের একমাত্র সমিতি। ২০০৩ সাল থেকে নির্বাচিত কমিটির মাধ্যমে বাজারটি পরিচালিত হয়ে আসছে।

 

২০২২-২০২৪ সনের কার্যকরী কমিটির তালিকা

Abouts teams
মো আব্দুস সাত্তার
Abouts teams
মোঃ জুবের আহমদ জুবেল
Abouts teams
মোঃ সাইদুল ইসলাম
Abouts teams
বিপ্লব কুমার দেব
Abouts teams
মোঃ বাবলু খান
Abouts teams
মোঃ বিন আমিন
Abouts teams
মোঃ ফারুক মিয়া
Abouts teams
সেলিম আহমদ শিবলী
Abouts teams
মোঃ ওয়াহিদুজ্জামান
Abouts teams
মোঃ উসমান জালালী জাকির
Abouts teams
মোঃ আবুল খায়ের
Abouts teams
কাউছার আহমদ কাহার
Abouts teams
মোঃ উমর আলী
Abouts teams
সিতু রঞ্জন দে
Abouts teams
হাফিজ হুসাইন আহমদ মাসুম
Abouts teams
মোঃ আমির হোসেন